মালচিং পদ্ধতিতে করলা চাষ একটি লাভজনক প্রযুক্তি। কৃষকদের মাঝে এই প্রযুক্তি দিন দিন জনপ্রিয় হযে উঠছে ।এই প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে অধিকলাভ করা সম্ভব। মধুখলী উপজেলায় এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা সফল হয়েছে এখন প্রযুক্তি সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।