0% ডাউনপেমেন্টে কিস্তিতে পুরাতন হাইস কিনুন। Toyota motors Bogura।। Used car review।। টয়োটা মটরস বগুড়া।। RLog
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি ও প্রচার করতে যোগাযোগ করুনঃ
MD: RAFIUZZAMAN RAFI
founder & CEO of RLog
Cell : 01400594427
Shop name : Toyota motors
Shop address : Station road,Kamargari,Bogura
Cell : 01711-123742 (WhatsApp & Emo)
01917-123742
01928-824228
01844-921620
Email:[email protected]
বিসমিল্লাহির রাহমানির রাহিম
টয়োটা মটরস্,বগুড়া
প্রোঃ মোঃ আবু নাসির
নগদ ও কিস্তিতে নতুন ও পুরাতন কার, মাইক্রোবাস,পিকআপ,বাস, ট্রাক,ড্রাম ট্রাক,এসকেভেটার,রোড রোলার ইত্যাদি বিক্রয় করা হয়।
স্টেশন রোড,রেলঘুমটি সংলগ্ন কামারগারী, বগুড়া।
গাড়ি বিক্রয়ের চুক্তিনামা ও কিস্তিতে গাড়ি নেওয়ার শর্তাবলীঃ
১। 0% থেকে ৫০% ডাউন পেমেন্টে নতুন ও পুরাতন যে কোন মডেলের কার মাইক্রোবাস, পিকআপ,বাস, ট্রাক, ড্রাম ট্রাক, এসকেভেটার রোড রোলার ইত্যাদি ০১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৮% থেকে ১৪% পর্যন্ত ইন্টারেস্ট (রিডিউসিং) এবং ১২% থেকে ১৫% ইন্টারেস্ট (ফ্লাট) কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয়।
২। ০% ডাউন পেমেন্টে গাড়ি পেতে হলে ক্রেতা বা ক্রেতার আত্মীয়-়স্বজন, বন্ধ-বান্ধব, শুভাকাঙ্ক্ষীর স্থায়ী ব্যবসা থাকতে হবে। যেমন: ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান, মার্কেটে যেকোনো পণ্যের দোকান,শো-রুম,রড-সিমেন্ট, মেডিসিনের দোকান, ভালো ব্যাংক স্টেটমেন্ট এবং কোনো লোন থাকা চলবে না।
৩। আবেদনকারী ও গ্যারান্টারের প্রয়োজনীয় কাগজপত্রঃ
(ক) জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) ফটোকপি-০২ কপি।(ফটোকপি ক্লিয়ার হতে হবে; প্রয়োজনে স্ক্যান করে দিতে হবে)
(খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-১০ কপি। (ল্যাব প্রিন্ট হতে হবে)
(গ) চাকুরির ক্ষেত্রে সেলারি স্টেটমেন্টের কপি।
(ঘ) ট্রেড লাইসেন্সের ফটোকপি-০২ কপি।(নবায়ন কৃত হতে হবে)
(ঙ) ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি-০২ কপি।(নবায়ন কৃত হতে হবে)
(চ) ব্যাংক স্টেটমেন্টের মূল কপি । (ব্যাক্তিগত,১ বছরের)
(ছ) ব্যাংক স্টেটমেন্টের মূল কপি । ( প্রতিষ্ঠানের , ১ বছরের)
(জ) বিদ্যুৎ বিলের ফটোকপি-০২ কপি । ( ব্যবসা/প্রতিষ্ঠানের)
(ঝ) ভিজিটিং কার্ড-০৩ পিস।
(ঞ) বিশেষ প্রয়োজনে অন্যান্য কাগজপত্র ও জমির দলিলাদি।
৪। আবেদনকারীর নমিনির (স্ত্রী/ছেলে-মেয়ে/বাবা/মা/ভাই/বোন) প্রয়োজনীয় কাগজপত্রঃ
(ক) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-০২ কপি।
(খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-০৩ কপি।
৫। এখানে নতুন গাড়ির ক্ষেত্রে সার্ভিস চার্জ ২% + কনভেন্স ১/২% নিউ রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স প্রথম শ্রেণীর ক্রেতা বহন করবে। পুরাতন গাড়ির ক্ষেত্রে উক্ত চার্জ সমূহ সহ গাড়ির মালিকানা নাম ট্রান্সফার ফি প্রদান করতে হবে।
৬। আবেদনকারী কাগজপত্র জমা দেয়ার সময় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা টোকেন মানি হিসেবে দিতে হবে। উক্ত টাকা সার্ভিস চার্জ,নিউ রেজিস্ট্রেশন ফি, গাড়ির মূল্য ইত্যাদির সাথে এ্যাডজাস্ট করা হবে।
৭। আবেদনকারী টাকা জমা দেওয়ার পর ব্যাক্তিগত কোনো কারণে গাড়ি ক্রয় না করে তাহলে গাড়ির মূল্যের ওপর ৩% সার্ভিস চার্জ কর্তন করা হবে এবং অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে অথবা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা পাওনাদার হলে ক্রেতা তা প্রদান করিতে বাধ্য থাকিবে।
#second_hand_hiace #toyota_motors_bogura #RLog