কৃষি উদ্যোক্তা-
মাসুম সিদ্দিকী সুমন
গ্রাম- উলুহাট, ইউনিয়ন- কামালদিয়া
উপজেলা- মধুখালী, জেলা- ফরিদপুর
মোবাইল- ০১৭১৭৩৬০৪২৫
===========================
৩০ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ
===========================
ক্যাপসিকাম চাষ নিয়ে এমন সম্ভাবনার কথায় জানাচ্ছিলেন তরুন কৃষি উদ্যোক্তা পুষ্টিগুণের বিচারে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বিটা ক্যারোটিন। দেশীয় সবজি না হলেও মূল্যমান বেশী হওয়ায়, আমাদের দেশে এর চাষ ক্রমেই বাড়ছে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামের একজন শিক্ষিত যুবক, মাসুম সিদ্দিকী সুমন। তিনি অন্যান্য চাষাবাদের পাশাপাশি, এ বছর ৩০ শতাংশ জমিতে ক্যাপসিকামের চাষ করেছেন। দর্শক বন্ধুরা, কিভাবে তিনি ক্যাপসিকামের চাষ করেছেন, রোগ-বালাই কি কি হয় এবং সর্বোপরি ক্যাপসিকাম চাষে কি কি পরিচর্যা করতে হয়, সে সম্পর্কে আসুন তার কাছ থেকেই জানার চেষ্টা করি। আশাকরি তার কথাগুলো শুনে আপনারা উপকৃত হবেন----------।
#capsicum
#rozaagro
#ক্যাপসিকাম