চালের গুড়ি দিয়ে পিঠা রেসিপি আজ কাল আমাদের সবার ঘরেই বানানো হয়। আর এই ধরনের গুড়ি পিঠা অনেকেই একটু আলাদা আলাদা পদ্ধতিতে বানিয়ে নেন এবং খেতে ও অনেক বেশি সুস্বাদু হয়। এই রকম গুড়ি আর নারিকেলর পিঠা রেসিপি আমরা সকলেই খেতে অনেক পছন্দ করে থাকি।
আমার এই রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার করে দেবেন।🙏