P.G.R পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই P.G.R এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তা কিভাবে কাজ করে মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর P.G.R আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর P.G.R বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "মেপিকোয়াট ক্লোরাইড ৫%এ.এস" কেমিক্যাল কম্পোজিশন এর "chamatkar" P.G.R গুলো নিয়ে।
ব্যবহার:-
মেপিকোয়াট ক্লোরাইড ৫%এ.এস (চমৎকার) স্প্রে ১.৫-২মিলি/১লি।
ফসল :- তুলো, ধান, গম, ভুট্টা, আদা, রসুন , পিয়াজ, বাদাম, তিল, প্রভূতি।
সতর্কতাঃ কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
#PGR
#chamatkar
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: https://www.youtube.com/playlist?list=PLFayWOEucPd5hOJa7EnmUS1rLeYCkJjsG
কীটনাশক পরিচিতি: https://www.youtube.com/playlist?list=PLFayWOEucPd64qOvh7TlTUmGqB7mBEu9d
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: https://www.youtube.com/playlist?list=PLFayWOEucPd7TpBec4JHhvq01RCp_0cSM
কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/378190286905492/?ref=share
Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/contact/?i=1rh1l6iz35no0&utm_content=wlztnc
Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09
আমাদের ফেসবুক
Facebook page https://www.facebook.com/Agri-Tech-Shanto-397032297779548/