MENU

Fun & Interesting

Chandril Bhattacharja X তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে চন্দ্রিলের আসাধারন বিশ্লেষণ। Tarashongkor b

Video Not Working? Fix It Now

Chandril Bhattacharja X তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে চন্দ্রিলের আসাধারন বিশ্লেষণ। Tarashangkor bandhopadhay তারাশঙ্করের লেখায় বিশেষ ভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছোট বা বড় যে ধরনের মানুষই হোক না কেন, তারাশঙ্কর তার সব লেখায় মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তার লেখার সবচেয়ে বড় গুণ। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তার অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা। তারাশঙ্করের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সত্যজিৎ রায় তারাশঙ্করের জলসাঘর এবং অভিযান উপন্যাসের সফল চিত্ররূপ দিয়েছেন। তার যেসব রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সেগুলির মধ্যে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস/ছোটোগল্প অবলম্বনে চলচ্চিত্রের তালিকা চলচ্চিত্র তারিখ পরিচালক অতিরিক্ত তথ্য দুই পুরুষ ১৯৪৫ সুবোধ মিত্র ধাত্রীদেবতা ১৯৪৮ কালীপ্রসাদ ঘোষ কবি ১৯৪৯ দেবকী বসু সন্দীপন পাঠশালা ১৯৪৯ অর্ধেন্দু মুখোপাধ্যায় চাঁপাডাঙ্গার বৌ ১৯৫৪ নির্মল দে নির্মল দে প্রোডাকশনসের ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সংগীত পরিচালনা করেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং মুখ্য চরিত্রে অভিনয় করেন সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তম কুমার, অনুভা গুপ্ত, কানু বন্দ্যোপাধ্যায় এবং তুলসী চক্রবর্তী কালিন্দী ১৯৫৫ নরেশ মিত্র রাইকমল ১৯৫৫ সুবোধ মিত্র জলসাঘর ১৯৫৮ সত্যজিৎ রায় ১৯৫৯ সালে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ডাকহরকরা ১৯৫৮ অগ্রগামী বিচারক ১৯৫৯ প্রভাত মুখোপাধ্যায় সপ্তপদী ১৯৬১ অজয় কর অভিযান ১৯৬২ সত্যজিৎ রায় কান্না ১৯৬২ অগ্রগামী আগুন ১৯৬২ অসিত সেন বিপাশা ১৯৬২ অগ্রদূত হাঁসুলী বাঁকের উপকথা ১৯৬২ তপন সিংহ পডিতল মট্টুম পোদুমা ১৯৬২ এ ভীমসিং না উপন্যাস অবলম্বনে নির্মিত তামিল চলচ্চিত্র উত্তরায়ণ ১৯৬৩ অগ্রদূত জয়া ১৯৬৫ চিত্ত বসু আরোগ্য নিকেতন ১৯৬৯ বিজয় বসু জাতীয় চলচ্চিত্র পুরস্কার-বিজয়ী শুকসারী ১৯৬৯ সুশীল মজুমদার "হারানো সুর" ছোটোগল্প অবলম্বনে নির্মিত। মঞ্জরী অপেরা ১৯৭০ অগ্রদূত ফরিয়াদ ১৯৭১ বিজয় বসু দুই পুরুষ ১৯৭২ সুশীল মুখোপাধ্যায় হার-মানা হার ১৯৭২ সলিল সেন মহাশ্বেতা উপন্যাস অবলম্বনে নির্মিত। কবি ১৯৭৫ সুনীল বন্দ্যোপাধ্যায় গণদেবতা ১৯৭৯ তরুণ মজুমদার অগ্রদানী ১৯৮৩ পলাশ বন্দ্যোপাধ্যায় বেদেনি ২০১০ Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCEwrIoIU9jh9Ez7AY9hFT-Q/join #chandril #tarashangkor_bandhapaday #তারাশঙ্কর_বন্দ্যোপাধ্যায় #তারাশঙ্কর_বন্দ্যোপাধ্যায়_নিয়ে_চন্দ্রিলের_আসাধারন_আলোচনা

Comment