বাংলাদেশে প্রথম সৌদি খেজুর চাষি মোতালেব
সম্পূর্ণ অনুষ্ঠান- https://youtu.be/qkLYB3lGcWY
=========================
‘তার কাজকাম আমগর তাইন (কাছে) পাগলামি বইল্যাই মনে অইত। বাংলাদেশের মাডিত আবার সৌদি আরবের খাইজুর (খেজুর) অইব নাকি? কিন্তু মোতালেব আমগর হেই ধারণা পাল্টাইয়া দিছে। তাঁর বাগানের গাছের খাইজুরের নাম এহন সারা দেশে ছড়াইয়া গেছে। তাঁর অবস্থার অনেক পরিবর্তন অইছে।
বাড়িত দুইতালা দলান দিছে। তাঁর দুইডা পুত ডাহা থাইক্যা লেহাপড়া করে।’ আবদুল মোতালেবের করা খেজুর বাগান ও বাগান মালিক মোতালেব সম্পর্কে বলছিলেন ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আবদুর হামিদুল ইসলাম। ভালুকার মাটিতে সৌদি আরবের খেজুর ফলিয়েছেন পাড়াগাঁওয়ের নুরুল ইসলামের ছেলে আবদুল মোতালেব।
মোতালেব জানান, মা-বাবা আদর করে তাঁর নাম রেখেছিলেন আবদুল মোতালেব। পাড়া-প্রতিবেশীরা ডাকত মোতালী বলে। এখন ডাকে ‘খেজুর মোতালেব’ বলে। ভালুকা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-বাটাজোর বাজারের পাশে মোতালেবের খেজুর বাগান।
Facebook: https://fb.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://twitter.com/shykhseraj
Instagram: https://www.instagram.com/shykhseraj
Linkedin: https://www.linkedin.com/in/shykhseraj
#SSERAJ #DATE #খেজুর