সৌখিন মাছে কোটিপতি
পুরো ভিদিও- https://youtu.be/zAQg2zLN3b8
========================
রংপুরে শখের বশে শৌখিন মাছের খামার গড়ে কয়েক বছরে কোটি টাকার বাণিজ্যে রূপ দিয়েছেন ব্যবসায়ী মৃদুল রহমান। তিনি বলেন, ঘরোয়া পরিবেশে ছোট পরিসরেই গড়ে তোলা সম্ভব শৌখিন মাছের পোনা উৎপাদনের খামার।
বাড়ির সামনে স্বল্প পানির এই চৌবাচ্চাগুলো দেখলে মনে হয় পরিত্যাক্ত ছোট ছোট জলাধার। এখানেই চাষ আর প্রাকৃতিক পোনা উৎপাদন হচ্ছে রঙিন সব মাছের।
ক্ষুদ্র মাছগুলোর একেকটির দামই কমপক্ষে ১ কেজি খাবার মাছের সমান।
শখের বশে শুরু করেই আজ এই শৌখিন মাছের বাণিজ্যকে কোটি টাকায় নিয়ে পৌঁছেছেন উদ্যোক্তা মৃদুল রহমান। এই ছোট্ট জায়গাতেই তিনি সংরক্ষণ করছেন অ্যাকুরিয়াম ফিসের মাতৃজাতও।
তিনি বলছেন, যে কেউ অল্প বিনিয়োগে স্বল্প পরিসরেই গড়ে তুলতে পারে রঙিন মাছের এমন খামার।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #FISH