ওয়েব কোর্সে এনরোলমেন্ট লিংক: https://web.programming-hero.com/
এনরোলমেন্ট এর শেষ তারিখ: জুন ২৪, ২০২৩
#learn #web #development
ChatGPT দিয়ে শূন্য থেকে ওয়েব ডেভেলপার হওয়ার ৬ স্টেপ।
স্টেপ-১: পার্সোনালাইজড লার্নিং রোডম্যাপ তৈরি করো
স্টেপ-২: স্পেশালাইজ টিউটোরিয়াল এর ভান্ডার খুঁজে বের করো
স্টেপ-৩: স্পেসিফিক টপিক এর ভিডিও সাজেশন নাও
স্টেপ-৪: হেল্পিং বাডি, এক্সট্রা এক্সপ্লেনেশন, এরর ফিক্স
স্টেপ-৫: টিচার, এক্সামিনার, এসাইনমেন্ট, প্রজেক্ট আইডিয়া
স্টেপ-৬: মক ইন্টারভিউ, ইন্টারভিউ প্রিপারেশন
নিজে নিজে শিখতে পারলে-- সেটাই বেষ্ট। আর একান্তই যদি নিজে নিজে একটা লম্বা সময় লেগে থাকতে না পারো। বা কেউ লাঠি ধরে অনটাইমে এসাইনমেন্ট সাবমিট করার তাড়া দিলে তোমার কাছ থেকে কাজ আদায় করে নেয়া ইজিয়ার হবে মনে হলে। কিংবা আন্তরিকভাবে কেউ ট্রিকি কনসেপ্টগুলো লাইভ কন্সেপচুয়াল সেশনে বুঝিয়ে দিলে। অথবা দরকার হলে প্রতিদিন তিন বেলা (সকাল ১১.০০টা, বিকাল ৪.০০ এবং রাত ৯.০০) তোমার কম্পিউটারের স্ক্রীনশেয়ার করে লাইভ সাপোর্ট দেয়ার সুযোগ থাকলে যদি ভালো হয়।
এমনকি অফলাইনে মোবাইল এপ এবং অফলাইন ডেস্কটপ এপ এ শুধু ভিডিও ই দেখবে না। তার পাশাপাশি অফলাইন মোবাইল এপ এ কোড প্রাকটিস করতে পারবে। এমনকি অফলাইন এসাইনমেন্টও করে সাবমিটও করতে পারবে। শুধু এইটুক ই না। বরং ৫-৬ মাস সিরিয়াসলি শিখে জব/ইন্টার্ন পাওয়ার সিরিয়াস জব প্লেসমেন্ট এর সাপোর্ট পেতে চাইলে--প্রতিদিন মিনিমাম ৬-৮ ঘন্টা শেখার পিছনে ডেডিকেটেড সময় দেয়ার প্রমিজ নিয়ে ঝাঁপিয়ে পড়ো
.
https://web.programming-hero.com তে। জুন ২৪, ২০২৩ এর মধ্যে। দেখা হবে তোমার ২০২৩ সালের মধ্যেই ওয়েব ডেভেলপার হওয়ার মিশনে।
বাকি যা আছে কপালে।
0:37 Create Personalized Learning Roadmap
5:20 Find Tutorials for your road plan
6:45 Specific Topic Tutorial or video
7:07 Helping Buddy and Error Solving
8:03 Teacher, Assignment and Project Idea
11:38 Interview Preparation