১৮০ টাকার প্রডাক্ট কিনতে গিয়ে ৭০০ টাকা জরিমানা। 🤦♀️
সকাল থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি। সকালের নাস্তার জন্য বানিয়েছি মজাদার চিকেন সবজি নুডলস।
অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন বোরখার আলমারিটা ভালো ভাবে দেখিয়ে দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সাথে আমার জন্য এবং সিফার জন্য নতুন বোরকা বানিয়েছি সে গুলো ও আপনাদের সাথে শিয়ার করেছি।🥰সংসারের সব কাজ শেষ করে দুপুরের খাবারে রান্না করেছি মজাদার চিকেন বিরিয়ানি।😋
এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। 🥰
#chickenbiryani
#noodles
#borkha
#coking
#shopping
#food
#dailyvlog
#vlog
#bangladeshivlogger
#familyvlog
#home
#simplelifewithprobashirbou