এই পর্বে আমরা দেখে নেব শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা মূল ' সিরাজদ্দৌলা ' নাটকের একটি সংক্ষিপ্ত অংশ। মুর্শিদাবাদে সিরাজের দরবারে একদিকে হাজির মোহনলাল ,মীরমদন ও গোলামহোসেনের মতো নবাবের শুভাকাঙ্ক্ষীরা ,অন্যদিকে দেখা যায় মীরজাফর ,রায়দুর্ল্লভ ,রাজবল্লভ ,জগৎশেঠদের মতো ষড়যন্ত্রকারী সভাসদদের । যাঁরা মূলত কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে সমর্থন করে নবাবের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। নবাব সিরাজ শাস্তির বদলে আবেগময় ভাষা ব্যবহার করে বিদ্রোহী সভাসদদের এক হয়ে লড়াই করার আহ্বান জানান। এরপর একে একে যখন সবাই দরবার ত্যাগ করেছেন তখন সেখানে হাজির হয়েছেন সিরাজের মাসি ঘসেটি। তিনি নিজের পুত্রশোকে ও বন্দিজীবনের জ্বালা জুড়োতে সিরাজের মৃত্যুকামনা করেছেন। নাট্যাংশের প্রায় শেষে দেখা যায় সিরাজের স্ত্রী লুৎফাকে । তাঁর কাছে পলাশির যুদ্ধের আসন্ন পরিণতির কথা চিন্তা করে নবাবের হৃদয়ের হাহাকারের মধ্যে দিয়ে এই নাট্যাংশটির পরিসমাপ্তি ঘটেছে।
#class10bengali
#bengali
#tutopia
#tutopialearningapp