MENU

Fun & Interesting

কুমিল্লা বাটিক এর আদি ও অন্ত // Comilla khadi cloth // Moving Eye Bangla Vlog

Moving Eye 59,425 5 years ago
Video Not Working? Fix It Now

#banglavlog #movingeyebanglavlog #bangladeshivlogger অনেক আগ থেকেই কুমিল্লা যে কয়েকটি ঐতিহ্যের জন্য বিশ্বনন্দিত তার মধ্যে অন্যতম খাদি। অপর্যাপ্ত জনবল, ও দুর্লভ বুননের কারণে এটি খুব একটা সাধারণের পোশাকে পরিনত হতে পারেনি। উচ্চমূল্য ও মোটা হবার কারণও অন্যতম। স্বদেশী আন্দোলনের অন্যতম প্রতিকী দেহ আভরণ ছিল এ খাদি। কালের পরিক্রমায় খাদির বিকল্প বিকাশের পথে আসলো বাটিক। অতি নরম, মিহি আর স্বল্পমূল্য, বাটিক বিকাশের অন্যতম প্রধান কারণ। নজরকাড়া সৌন্দর্যে এর জুড়ি নেই। মাত্র দেড়শো থেকে দুইশো টাকার মিলে একখানা ঝকঝকে লুঙ্গি। কী আনন্দ! আহা ঘুম আর ঘুম! পাঁচশো থেকে ছয়শো টাকায় মেলে বাহারি থ্রিপিস। আছে সুলভ দামে ছোট ছোট প্রয়োজনীয় পরিচ্ছেদ। আজকাল ললনাদের শাড়ির নতুন টেকচার এ বাটিক। ব্লক আর বাটিক এক অনন্য শব্দযুগল। এ কুটির শিল্পের আতুড়ঘর দেখতে চাইলে যেতে হবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর গ্রামে। প্রায় ১২/১৫ টি কারখানা আছে সেখানে। কুমিল্লা, ঢাকার বাটিকের প্রায় সবটাই আসে এখান থেকে যদিও বাটিক নকশার ধারণাটি এসেছে নরসিংদী থেকে। উপাদান হিসেবে ব্যবহার করা হয় লিলেনের কাপড়, ব্লক ও নানান ক্যামিকেল। বেশ স্বাস্থ্যঝুঁকি আছে এখানে।কর্মপদ্ধতি সহজ হলেও কর্মপরিবেশ মোটেও স্বাস্থ্য বান্ধব নয়। এ কুটির শিল্পের ভেতর বাহির জানতে ও জানাতেই আমাদের আজকের এপিসোড। ছোটন

Comment