Custard Apple - বারোমাসি শরিফা ফল বা আতা ফল চাষ করে বছরে ৪০ লক্ষ টাকা আয় করেন চুয়াডাঙ্গা জেলার হৃদয়
Custard Apple বারোমাসি শরিফা ফল বা আতা ফল চাষ করে বছরে ৪০ লক্ষ টাকা আয় করেন ৫ বিঘা জমিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের হৃদয়।শরিফা ফল বা আতা ফলচাষ একটি লাভজনক ব্যবসা। বারোমাসি শরিফা ফল বা আতা ফল চাষ করতে হলে ৩৩ শতকে ১ বিঘা জমিতে ১৩০ চারা লাগবে। আতা ফল চাষ বা শরিফা ফল চাষ করতে ১ বিঘা জমিতে খরচ হতে পারে ২৫ থেকে ২৭ হাজার টাকা । প্রাপ্ত বয়সের গাছের ১ বিঘা জমিতে বছরে থেকে ৮ থেকে ১২ লক্ষ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন কৃষক হৃদয়।
হৃদয় হোসেন একজন নার্সারি মালিক।আমাদের দেশে অনেক নার্সারি মালিক YouTube Channel এ প্রতিবেদন করিয়ে নিজেরা টাকা আয়ের একটি পথ খোঁজে তাই আপনারা শুধু প্রতিবেদন দেখে চাষ বা ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে এবং ভালো ভাবে খোঁচ খবর নিয়ে শুরু করতে পারেন।
নতুন প্রতিবেদন পেতে:
YouTube Channel: http://www.youtube.com/c/কৃষিকথা
Facebook Page: https://www.facebook.com/pg/কৃষি-কথা-360851917818765/
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:
ইমেইল: krishikotha.ltd@gmail.com
যে কোনো প্রযোজনে: ০১৩১৬০৩৩৪১৮
উদ্যোক্তার সাথে যোগাযোগের ঠিকানা:-
বারোমাসি শরিফা ফল চাষীর নাম: সাদ্দাম হোসেন।
গ্রাম: রায়পুর। উপজেলা: জীবননগর। জেলা: চুয়াডাঙ্গা।
সতর্কতাঃ
শুধুমাত্র YouTube এ প্রতিবেদন দেখে বারোমাসি শরিফা ফল চাষ ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে অভিজ্ঞ কৃষক অথবা কৃষি অফিসের পরামর্শ নিয়ে শুরু করা উচিত।
আরো প্রতিবেদন দেখুন:
1. আম চাষ করে বছরে ২২ লক্ষ টাকা আয় - বিদেশে রফতানি হচ্ছে সাতক্ষীরার শাহাদাত হোসেনের আম: https://youtu.be/RQFR-IAwZFw
2. কাশ্মীরি আপেল কুল চাষ করে ১৫০০০০ টাকা আয় করা সম্ভব ১ বিঘা জমিতে বল্লেন আব্দুস সালাম - Jujube Fruit: https://youtu.be/qb4wCJvh19c
3. থাই লেবু চাষ করে বছরে ৩০০০০০ টাকা আয় করেন ৩৩ শতাংশ জমিতে আবুল কাশেম: https://youtu.be/IeQSbSZ5mbo
4. এলাচ চাষ বাণিজ্যিক ভাবে সর্বপ্রথম বাংলাদেশে শুরু করেছেন শাহজাহান আলী: https://youtu.be/qLjSd67sFgk
5. ড্রাগন ফল চাষ করে বছরে ২৫ লক্ষ টাকা আয় করেন চৌগাছা উপজেলার ইসমাইল: https://youtu.be/C8xSfmzWKio
6. পেয়ারা চাষ করে বছরে ৩০০০০০ টাকা আয় ১ বিঘা জমিতে মাদ্রাসা শিক্ষকের: https://youtu.be/G7j6tVP9ODs
7. মাল্টা চাষ করে আর্থিক বিপ্লব ঘটিয়েছেন শিক্ষক শামসুর রাহমান: https://youtu.be/Ox-whVT2vOg
8. কুল চাষ হতে পারে বেকার সমস্যার সমাধান কি ভাবে কুল চাষ শুরু করবেন: https://youtu.be/SCwKNErQnGI
#বারোমাসি_শরিফা_ফল_চাষ#৪০লক্ষ_টাকা_আয়#