সাইপ্রাস থেকে কিভাবে ইউরোপ আসবেন।
প্রিয় দর্শক আমরা দক্ষিণ ইউরোপীয় দ্বীপদেশ সাইপ্রাস সম্পর্কে জানবো।
সাইপ্রাস নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন পর্তুগাল প্রবাস আবু সুফিয়ান গালিম।
ভূ-মধ্যসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ সাইপ্রাস। সাইপ্রাসের সরকারী নাম “সাইপ্রাস প্রজাতন্ত্র”। দেশটির পশ্চিমে গ্রিস, পূর্বে লেবানন, সিরিয়া এবং ইসরাইল, উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিসর অবস্থিত। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ। ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ এটি। তবে সাইপ্রাস বর্তমানে একটি বিভক্ত রাষ্ট্র। দেশটি প্রধানত দুই ভাগে বিভক্ত। একটি তুর্কি সাইপ্রাস এবং অপরটি গ্রিক সাইপ্রাস। ১৯৭৪ সালে সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে তুরস্ক। এরপর দ্বীপটিতে সামরিক অভ্যুত্থান ঘটায় গ্রিক সরকার। এ ঘটনার পর থেকেই দেশটির উত্তরাংশ তুর্কী সাইপ্রিয়ট নামে পরিচিত। আর দক্ষিণের দুই-তৃতীয়াংশ গ্রিক সাইপ্রিয়ট নামে খ্যাত। তাহলে বন্ধুরা চলুন, সাইপ্রাস সম্পর্কে আরো কিছু জানা-অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক।