ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয় “জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ক্যান্টনমেন্ট গালর্স পাবলিক স্কুল এন্ড কলেজ ও বিরোধী দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়র বিতার্কিকগণ অংশগ্রহণ করে।
জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি । The July Uprising proved that the spirit of Ekushey was not in vain.
#debate #জুলাই #একুশের_চেতনা #গণঅভ্যুত্থান
www.youtube.com/DebateforDemocracy
www.facebook.com/kirondfd
www.debatefordemocracy.org