অনেকদিন পর 'মাস' ঘরানার ছবিতে ফিরছেন দেব। এ বার সঙ্গী যিশু সেনগুপ্ত। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় দেবের দাবি, 'খাদান' এই রাজ্যের গল্প । 'কেজিএফ', 'সালার'-এর সঙ্গে তুলনায় অবশ্য দুই অভিনেতা খুশি। তাঁদের মতে, ১০০০ কোটির ব্যবসা করেছে এমন ছবির সঙ্গে তুলনা মানে ইতিমধ্যেই তাঁরা একটা 'বেঞ্চমার্ক' সেট করতে পেরেছেন। খাদানের গল্প থেকে বাংলা সিনেমা, সেটের খুনসুটি, সব নিয়ে আড্ডা জমালেন দেব, যিশু।
#khadaan #tollywoodupdates #tollywoodnews
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video