পর্ব ১ শুরু...
২য় পর্ব খুব শিগ্রই আসবে...
সিকিম :
উত্তর পূর্ব ভারত এর একটি রাজ্য এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর এর নাম গ্যাংটক। আয়তন ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ । এর উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে চীন এর স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত এবং পূর্বে ভুটান ও পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোর এর কাছাকাছি অবস্থিত, তাই বাংলাদেশী প্রচুর পর্যটক প্রতিনিয়তই ভ্রমন করে থাকেন। সিকিম ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল এলাকা। পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ সিকিম, সেই সাথে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। সিকিম এর প্রায় ৩৫% এলাকা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা আচ্ছাদিত।
সিকিমের উচ্চতা:
সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ১,৬৫০ মিটার (৫,৪১০ ফুট)।
#Dhaka_To_Sikkim_By_Mitali_Express#Travellingrana