MENU

Fun & Interesting

Dhaka To Darjeeling By Road | সড়ক পথে দার্জিলিং ভ্রমন | Darjeeling Tour Guide | Darjeeling Tour Ep-1

Travel Commando 11,651 2 years ago
Video Not Working? Fix It Now

Dhaka To Darjeeling By Road | সড়ক পথে দার্জিলিং ভ্রমন | Darjeeling Tour Guide | Darjeeling Tour Ep-1 চলুন যাই পাকিস্তান | ফ্রি ভিসায় ঢাকা থেকে ইসলামাবাদ ভ্রমনের খুটিনাটি: https://youtu.be/kTsM4WMxcWM #dhakatodarjeeling #darjeeling #darjeeling_tour #kurseong #kurseong_tour আপনি যদি ঢাকা থেকে সড়কপথে বাসের মাধ্যমে দার্জিলিং ভ্রমণ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনি ভিসা কোন পোর্ট দিয়ে করেছেন। যদি ভিসার পোর্ট ফুলবাড়ি হয়ে থাকে তাহলে পঞ্চগড় স্থানের বাংলাবান্ধার সীমান্তে আসতে হবে। এখানের ইমিগ্রেশন চেকিং এর পর আপনাকে ফুলবাড়ি এসে বাস ধরতে হবে। যখন আপনি শিলিগুড়ির জংশনে স্থানে আসবেন তখন বাস থেকে নামতে হবে। অন্যদিকে, চেংড়াবান্ধায় যদি ভিসা করেন তাহলে আপনাকে যেতে হবে লালমনিরহাটে। বেশির ভাগ গাড়ি রাত ৮টায় ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় এবং সকাল ৬-৭টার মধ্যেই বুড়িমারী সীমান্তে আপনাকে পৌঁছে দেবে। সীমান্তে পৌঁছে যাওয়ার পর সকালের নাশতা বাংলাদেশেই সেরে ফেলুন, তারপর দুই দেশের ইমিগ্রেশন (বাংলাদেশ ও ভারতের) পাড়ি দিন। আপনি যখন চ্যাংড়াবান্ধায় পৌঁছে যাবেন, কালক্ষেপণ না করে শিলিগুড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া জিপগুলোতে চেপে বসুন। অথবা চেংড়াবান্ধা বাইপাস থেকে বাসে করে শিলিগুড়ি আস্তে পারবেন , কেননা আপনাকে মাথায় রাখতে হবে যে বিকেল নাগাদ আপনাকে অবশ্যই দার্জিলিং পৌঁছাতেই হবে। ।বাস থেকে নামার সোজা চলে আসতে হবে শিলিগুড়ির জীপ স্টেশনে, যেখানে দার্জিলিং শহরে পৌঁছানোর জন্য অসংখ্য জীপগাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। এরপর টাটা সুমো বা শহরে যাতায়াতের যেকোনো একটি জীপে উঠলেই আপনাকে সরাসরি হিমালয় কন্যার শহর দার্জিলিংয়ে নামিয়ে দিবে। ফ্লাইট জার্নি- আপনি যদি দার্জিলিং শহরে সড়কপথের জার্নিতে যেতে না চান, তাহলে চিন্তার কিছু নেই। কেননা পর্যটক কিংবা শিক্ষার্থীদের দার্জিলিং যাওয়ার জন্য আকাশ পথের সু-ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে সেখানে যাওয়ার আপনাকে অবশ্যই যেতে হবে শাহজালাল বিমানবন্দরে। এখান থেকে ঢাকা টু কলকাতা এবং কলকাতা টু বাগডোগরার ফ্লাইট টিকেট বুকিং করতে হবে। বাগডোগরার বিমানবন্দর থেকে বেরিয়ে যেকোন ট্যাক্সি করে সহজেই আপনি দার্জিলিং এলাকায় চলে আসতে পারবেন। কলকাতা থেকে দার্জিলিং: কলকাতা থেকে ট্রেনে দার্জিলিং যেতে চাইলে ট্যুরিস্টদের জন্য নির্ধারিত কাউন্টার ফেয়ারলি প্যালেস থেকে টিকেট সংগ্রহ করুন। দার্জিলিং-এ যাওয়ার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন। এই রেলস্টেশন থেকে দার্জিলিং-এর দূরত্ব ৮৮ কিলোমিটার। কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দার্জিলিং মেইল ট্রেন ছেড়ে যায়। পরদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছাবে। জলপাইগুড়ি স্টেশন থেকে রিকশায় শিলিগুড়ি জিপ স্টেশন এসে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপে দার্জিলিং পৌঁছাতে পারবেন। এহারাও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের যাতায়াতকারী ট্রেন গুলোর মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন অন্যতম। এই ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যান্টনমেন্ট হতে যাত্রা শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করে। ট্রেনটি ঢাকা থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৯ টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেরে যায় । ও প্রতি রবিবার ও বুধবার সকাল ১১ঃ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেরে আসে । মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা . ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা সহ – এসি বার্থ – ৪৯০৫ টাকা এসি সিট – ৩৮০৫ টাকা এসি চেয়ার – ২৭০৫ টাকা #dhaka_to_darjeeling_by_road #dhaka_to_darjeeling_by_train #dhaka_to_darjeeling_by_air #darjeeling_tour_plan #darjeeling_tour_guide #darjeeling_tour_guide #kolkata_to_darjeeling #darjeeling_tourist_places #dhaka_to_darjeeling #দার্জিলিং_ভ্রমণ_খরচ #toy_train_darjeeling #darjeeling_tour #darjeeling #dhaka_to_darjeeling #ঢাকা_থেকে_দার্জিলিং_ভ্রমনের_খুঁটিনাটি #সড়ক_পথে_দার্জিলিং #By_Road_Burimari_Changrabandha #darjeeling_tourist_places #kolkata_to_darjeeling #dhaka_to_darjeeling_by_road_2023 #dhaka_to_darjeeling_by_bus

Comment