dibir haor sylhet | ডিবির হাওর সিলেট | ডিবির হাওর জৈন্তাপুর, সিলেট | Shapla Bil sylhet | শাপলা বিল সিলেট
✅ আমাকে ইন্সটাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/ohabtraveler
📽 🎞 সিলেট হোটেল ভাড়া ভিডিওসমূহ
👉 Sylhet Hotel Price : https://youtu.be/j5seOab2B8w
👉সিলেট হোটেল ভাড়া : https://youtu.be/6xxsmCP8MIE
👉সিলেট হোটেল ভাড়া (কাপল রুম) : https://youtu.be/_5xk_kOBxA4
👉 সিলেটে ৩০০ টাকায় হোটেল : https://youtu.be/okhHzVvlsD8
👉সিলেট বাজেটে হোটেল ভাড়া : https://youtu.be/wPzf1KSW1tI
ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এটি “লাল শাপলার বিল” নামে ও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীবিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে, চারটি সংযুক্ত বিলের আয়তন ৯০০ একর বা ৩.৬৪ বর্গকিমিঃ। চারটি বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ডিবির হাওরের আকর্ষণ হলো হাওরের পারেই পাহাড়ের সারি।
এই বিলে আগে কোনো ধরনের শাপলা ছিল না। ৩০ বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা-অর্চনা করত। খাসিয়া পরিবার ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা-অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। সেই থেকে একে একে ডিবি বিল, কেন্দ্রি বিল, হরফকাটা বিল, ইয়ামবিলসহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর-নালা পরিপূর্ণ হয়ে পড়ে লাল শাপলায়।
চারটি বিলের অন্তত ৭০০ একর জায়গা লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিলো। সেই স্মৃতিতেই নির্মিত দুইশত বছরের পুরাতন একটি মন্দিরও আছে এখানে।
প্রতিবছর অসংখ্য পরিযায়ী পাখি আসে এই ডিবির হাওরে। যার মধ্যে রয়েছে বালিহাঁস, পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও জল ময়ুরী।
🔰 যাওয়ার উপায়:
সিলেট শহর থেকে বাস দিয়ে অথবা সিএনজি রিজার্ভ করে যেতে পারেন শাপলার বিল। বাসে করে গেলে আপনাকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নামতে হবে। সেখান থেকে টমটম বা অটো রিক্সা নিয়ে ১৫-২০ মিনিটে পৌঁছে যাবেন ডিবির হাওরে। ভাড়া নিবে রিজার্ভ টমটম ১০০টাকার মতো।
সিলেট শহর থেকে জৈন্তাপুর বাজার বাস ভাড়া ৭০-৮০টাকা এবং রিজার্ভে সিএনজি ভাড়া ১৫০০-১৮০০ টাকা। দরদাম করে নিবেন। এছাড়া সিলেট বন্দর বাজার থেকে জাফলং গামী লেগুনা দিয়ে যাওয়া যায় এবং ভাড়া পড়বে ৬০ টাকা। তবে লেগুনা থেকে আপনাকে জৈন্তাপুর বাজারে নেমে যেতে হবে।
🔰 নৌকা ভাড়া:
শাপলার বিল ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া রিজার্ভ ৪৫০ টাকা, ১ ঘন্টা, ৬জন উঠতে পারবেন। ১ঘন্টা পার হলে পরের প্রতি ঘন্টার জন্য ২০০টাকা করে নিবে।
শাপলার বিলের আশেপাশে তেমন কোন রেস্টুরেন্ট এবং খাবার দাবারের তেমন ভালো কোন ব্যবস্থা নেই। তাই সাথে করে কিছু খাবার এবং পানি নিয়ে যেতে পারেন।
বন্ধু বান্ধব, পরিবার কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন শাপলার রাজ্য সিলেটে।
📞 নৌকার মাঝি - শাহীন : 01794-249786
📞আর কোন সমস্যায় পড়লে আমরা টুরিস্ট পুলিশ হেল্পলাইন : 01769690740
In this video you will find; dibir haor sylhet, ডিবির হাওর সিলেট, ডিবির হাওর জৈন্তাপুর, শাপলা বিল, ডিবির হাওর জৈন্তাপুর, সিলেট, shapla bil, dibir haor sylhet, শপলা বিল, ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, shaplabil, dibir hoar, sylhet, শাপলা বিল, ডিবির হাওর জৈন্তাপুর, শপলা বিল, ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, shaplabil, dibir hoar, sylhet, sylhet tour, ডিবির হাওর, shapla bil, shapla bill sylhet, shapla bill resort,dibir haor sylhet, jointapur, শাপলা বিল সিলেট, শাপলা বিল,ডিবির হাওর,জৈন্তাপুর শাপলা বিল, shapla bill, শাপলা বিল, ডিবির হাওর জৈন্তাপুর, travelling sylheti most popular dibir haor, dibir, haor, sylhet, jaintapur, shapla, shapla ful, ডিবির হাওর, ডিবির হাওর সিলেট, সিলেট, dibir haor sylhet, ডিবির হাওর সিলেট ভ্রমণ, শাপলা বিল সিলেট, ডিবির হাওর শাপলা বিল জৈন্তাপুর সিলেট, সিলেট ভ্রমণ গাইড, সিলেটের দর্শনীয় স্থান, ডিবির হাওর, শাপলা বিল, জৈন্তাপুর সিলেট, সিলেট ভ্রমণ, জাফলং সিলেট, লালাখাল, হাওর ভ্রমণ, sylhet tour guide, sylhet travel guide, dibir haor sylhet, saplabil sylhet, jaintapur sylhet, jaflong sylhet, jaflong zero point sylhet, ভারতের মেঘালয় পাহাড়, খাসিয়া পাহাড়, খাসিয়া পুঞ্জি, sylhet tour, sylhet tourist place, ohab traveler,
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💬 For Sponsorship & Brand Collaboration 👉 [email protected]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎦 Camera: Sony ZV E10
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
©️ Copyrighted by Ohab Traveler
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
Disclaimer 📢
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#dibir_haor #sylhet