MENU

Fun & Interesting

সুরা সফের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা | Discussion on Surah As-Saf and it's teachings

HEZBUT TAWHEED 48,840 5 years ago
Video Not Working? Fix It Now

পবিত্র কোর'আনের একটি সূরার নাম- সুরা সফ এই সূরায় ১৪ টি আয়াত ও ২ টি রুকু আছে। মদিনায় অবতীর্ণ বিধায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আজকে যারা হেযবুত তওহীদের মোমেন-মোমেনা রয়েছেন, যারা আল্লাহর সত্যদ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছেন তাদের জন্য এই সূরাটিতে বহু শিক্ষা ও দিকনির্দেশনা রয়েছে। যে উদ্দেশ্যে কুরআন নাযিল করা হয়েছে সে উদ্দেশ্য যদি কাঁধে তুলে নেয়া হয় তাহলে কোর’আনের প্রতিটি আয়াত মো’মেনদের জন্য হবে অর্থবহ। আজকে মুসলিম জাতি তাদের উদ্দেশ্য ভুলে গিয়ে আল্লাহর সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করে নিজেরা নিজেদের জীবন বিধান রচনা করে নিয়েছে এবং কোর’আনকে বাস্তব জীবনে কার্যকরী না করে শুধুমাত্র মুখস্থ করে যাচ্ছে। অতি ব্যাখ্যা বিশ্লেষণ করে কোর’আনের আয়াতের অর্থ পাল্টে দিচ্ছেন। অথচ কোর’আনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এতে রয়েছে মো’মেনদের জন্য দিক-নির্দেশনা। The Surah As-Saf from the Holy Qur'an has 14 verses and two rukus. It is called Medina Surah since it was revealed in Medina. This Surah carries many teachings and guidelines for the Mo’men of Hezbut Tawheed who are struggling to establish the true Islam of Allah. . If the purpose of the Quran is realized, then every verse of the Qur'an will be meaningful to the Mo’men. Today, the Muslim nations are making their way of life rejecting Allah's sovereignty. And they are memorizing the Quran instead of applying its teachings in real life. The Quran is the guidelines for Mo’men, and that's why Allah made it in simple words, but we are changing the meaning of its verse by over-analyzing. হেযবুত তওহীদ: একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই আমাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত। ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আদর্শিক প্রচারণা চালিয়ে আমরা দেশব্যাপী সুপরিচিতি লাভ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য: মানবজাতির অশান্তির মূল কারণ বর্তমান বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতার জীবনদর্শনের পরিবর্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতিকে তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের উপর, ন্যায়ের পক্ষে, ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ন্যায়, সুবিচার, নিরাপত্তা, এক কথায় শান্তি প্রতিষ্ঠা করা এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা। Must subscribe to get new videos of us. Please Website Visit: http://www.hezbuttawheed.org/ Like Facebook Page: https://www.facebook.com/emamht https://www.facebook.com/htiwot https://www.facebook.com/systempaltai #Sura_Saf #সূরা_সফ #সূরার_ব্যাখ্যা #সুরা_সফের_ব্যাখ্যা

Comment