MENU

Fun & Interesting

Distraction থেকে বের হওয়া কি আসলেই সম্ভব? Living a Life with 0% Distraction

Khalid Farhan 188,378 3 years ago
Video Not Working? Fix It Now

এই ভিডিওর পার্টনার হল ঢাকায় অবস্তিত Co-Working Space মোড় - ওদের ওয়েবসাইটঃ https://www.moarbd.com/ এই ভিডিও টা যারা দেখছেন তাদের জন্য Moar ২ টা সুন্দর Offer দিয়েছে। Offer 1: Moar এর বনানী, ধানমন্ডি বা গুলশান কো ওয়ার্কিং স্পেস এ ৫০ টাকা প্রতি ঘণ্টায় অফিস স্পেস নেয়ার সুযোগ। ওদের ওয়েবসাইটে অফিস এর লোকেশন গুলো দেয়া আছে। আপনার ওদের ফোন দিতে হবে বা যেকোন একটা অফিস এ যেতে হবে এবং বুকিং দেয়ার সময় এই কুপন টা বলতে হবেঃ MoarKF21 - তাহলেই হবে। আমার মতে এরকম ৩ টা প্রাইম লোকেশন এ ৫০ টাকায় অফিস পাওয়া বেশ ভাল ডিল - আমি হলে ধানমন্ডি ২৭ এর টা নিতাম (ব্যক্তিগত পছন্দ) Offer 2: Moar আমাকে বলেছে ৩ জন কে সিলেক্ট করতে যাদের ওরা ৩ মাস এর জন্য পুরোপুরি ফ্রি অফিস স্পেস দেবে ওদের ৩ লোকেশন এর যেকোন একটায় (আপনার পছন্দ মত), এবং এক ই সাথে, এই ৩ জন পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের Supplements - এই ফ্রি অফিস স্পেস পেতে নিচের কাজ টা করতে হবে আপনারঃ এই ভিডিও টা শেয়ার করতে হবে Facebook or Instagram এ এবং Moar & Khalid Farhan দুটি পেজ কেই ট্যাগ দিয়ে বলতে হবে কেন ৩ মাস এর একটা ফ্রি অফিস স্পেস আপনার কাজে আসবে। পোস্ট টায় অবশ্যই #MoarKF21 হ্যাশট্যাগ টি ব্যবহার করবেন, আমরা সেপ্টেম্বরের ৩০ তারিখ এর মধ্যে যত গুলো পোস্ট আসবে এমন তার মধ্য থেকে ৩ জন কে ফ্রি অফিস দেয়ার জন্য সিলেক্ট করে তাদের সাথে যোগাযোগ করবো :) Thank you Moar for sponsoring this video & for the amazing deals :D Moar Website: https://www.moarbd.com/ Facebook Link: https://www.facebook.com/moarbd Instagram link: https://www.instagram.com/moarbd LinkedIn Link: linkedin.com/company/moar-coworking-space/ এছাড়া আমাকে সোশাল মিডিয়া তে ফলো করতে পারেন আপনার যেখানে ইচ্ছাঃ ফেসবুক পেজ: https://www.facebook.com/chandlerbingforlife/ ফেসবুক প্রোফাইল: https://www.facebook.com/kfisawesome ইন্সটাগ্রাম: https://www.instagram.com/iamkhalidfarhan এই চ্যানেলে আমি মূলত ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা জীবন থেকে শুরু করে আমার জীবন বিষয়ক হাবিজাবি সব কিছু নিয়েই কথা বার্তা বলি। তেমন কোন থিম নেই চ্যানেলের। তবে মার্কেটিং বা ব্যবসার কথা বার্তাই বেশি বলা হয়। চ্যানেল টা সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারবেন এখানেঃ https://youtube.com/passivejournaluniversity/?sub_confirmation=1 ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসব জিনিস পত্রে আগ্রহী হলে আমার একাডেমি তে জয়েন করতে পারেন এখানেঃ https://khalidfarhan.com/academy ভাল লাগলে ভিডিও টি শেয়ার করতে পারেন আপনার সোশাল মিডিয়ায়। আমাকে ট্যাগ করতে ভুলবেন না।

Comment