চিত্রনায়িকা দিতির জীবনের গল্প | Diti Life Story | Cine Poison
গুণী অভিনেত্রী দিতির জন্ম ১৯৬৫ সালের ৩১শে মার্চ নারায়নগঞ্জের সোনারাগাও উপজেলার দত্ত পাড়ায়। তিনি দিতি হিসেবে আমাদের সবার কাছে অতিপরিচিত হলেও তাঁর পুরো নাম পারভীন সুলতানা দিতি। ১৯৮৩ সালে তিনি বিটিভির হীরামন অনুষ্ঠানের লাইলি মজনু নাটকে প্রথম অভিনয় করেন। দিতি অভিনীত প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে আজমল হুদা মিঠু পরিচালিত ছবি আমিই ওস্তাদ ছবিটি মুক্তি পায় ১৯৮৬ সালে। প্রায় তিনশত চলচ্চিত্রে অভিনয় করা দিতি ২০১৬ সালে মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত হন।
দিতির জীবনের গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিও।
Parveen Sultana Diti was a prominent figure in Bangladeshi Cinema and Television industry. Today's video is on her. We showed her biography and life stories.
#cine_poison #banglacinema #natok