জেল বা কারাগার—সংক্রান্তে ডিভিশন কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু জেলখানায় ডিভিশন বলতে কী বোঝায়, কোন প্রকারের বন্দিরা ডিভিশন—মর্যাদা পেয়ে থাকে, সাধারণ বন্দিদের থেকে ডিভিশন—মর্যাদাপ্রাপ্ত বন্দিরা কী কী বাড়তি সুযোগ—সুবিধা পেয়ে থাকে, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানেন না অধিকাংশই। আবার অনলাইনে এই বিষয়ক যে সকল কনটেন্ট বিদ্যমান রয়েছে সেগুলোতে বলা হয়নি বিস্তারিতভাবে কিংবা জেলকোডের সুনির্দিষ্ট বিধান উল্লেখে। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি জেলখানায় ডিভিশন বিষয়ক এই এপিসোডটি। আমরা আশা করি, আমাদের এই পরিবেশনা থেকে সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন পরিস্কার ধারণা। এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#lawtubebd #কোনকোনবন্দিরাডিভিশনপায় #divisioninjail #BangladeshJailCode #DivisioninBangladeshJail #জেলকোড #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd