Donald Trump Inauguration । আমেরিকা চালাতে ট্রাম্পের ভরসা এক ঝাঁক ভারতীয় বংশোদ্ভূত
ডন ফিরলেন। দ্বিতীয় বারের জন্য বসলেন আমেরিকার প্রেসিডেন্টের মসনদে। এ বারের ট্রাম্প ক্যাবিনেট যেন ‘মিনি ভারত’। একাধিক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান জায়গা করে নিয়েছেন ট্রাম্পের সরকারে। আছেন জেডি ভ্যান্সের স্ত্রী ঊষাও। বংশসূত্রে তেলুগু ব্রাহ্মণ সরকারে নেই। তবে ভাইস-প্রেসিডেন্টের অন্দরমহলের চাবি তাঁর হাতেই। আর কোন কোন ভারতীয় মুখ ট্রাম্পকে দেশ চালাতে সাহায্য করবেন? তার তালিকা রইল আনন্দবাজার অনলাইনে।
#trump #donaldtrump #trumpinauguration #whitehouse #trumpinauguration2025
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video