স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্কটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে এতোটাই অভ্যস্ততার সম্পর্ক বানিয়ে ফেলি যে, এই সম্পর্কটারও যে আলাদা করে যত্ন লাগে আমরা মাঝে মাঝে সেই উপলব্ধিটা থেকে কিভাবে যেন সরে যাই!
কখনো পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্কের টানাপোড়েন, কখনো অর্থনৈতিক বিষয়াদি নিয়ে অশান্তি, বিশ্বাস এবং শ্রদ্ধাবোধে ঘাটতি - একেক জনের সমস্যা আসে একেক আংগিক থেকে। আর এভাবেই কিছু কিছু দাম্পত্য জীবন হয়ে ওঠে বিভীষিকাময়।
সংসার সুন্দর করার আসলে কোন গোপন মন্ত্র নেই। স্বামী-স্ত্রীর মাঝে পারস্পরিক বোঝাপড়াটাও ঠিক স্থির কিছু না। সেখানে যে উঠানামা থাকবেই - সেটাই স্বাভাবিক।
নানা জটিলতার মাঝেও কিভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া এবং নির্ভরতার এক সেতু বন্ধন তৈরী করা যায় এ নিয়ে আলোচনা করছেন চিকিৎসক দম্পতি ডাঃ সায়েদুল আশরাফ এবং ডাঃ সুষমা রেজা।
* আমাদের অন্যান্য ভিডিও সিরিজগুলো আপনার উপকারে আসতে পারে-
১। উচ্চ রক্তচাপ (পর্ব): ০২- https://youtu.be/a9rkHATy7Ro
২। প্যারেন্টিং আবার শেখার কি আছে?- https://youtu.be/JHdJ67mUIoQ
৩। চুল পড়ার কারণ ও সমাধান- https://youtu.be/6SwLgrSyEbo
* আমাদের সামাজিক মিডিয়াগুলোর সাথে আপনি সংযুক্ত হতে পারেন-
Facebook: https: https://www.facebook.com/lifespringinstitute/
Instagram: https://www.instagram.com/lifespringinstitute/
YouTube: https://www.youtube.com/c/LifeSpringLimited
LinkedIn: https://www.linkedin.com/company/lifespring/
Website: https://www.lifespringint.com/
রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।