#Family #Conflict #LifeSpring স্বামী-স্ত্রী | শ্বশুর-শাশুড়ী আমরা অসংখ্য বৈবাহিক সম্পর্কে ফাটল দেখতে পাই শুধুমাত্র একটি বিষয়কে কেন্দ্র করে, আর তা হল শ্বশুর-শাশুড়ী বা শ্বশুরবাড়ি। এই ব্যালেন্সটা যে কঠিন সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কিন্তু দীর্ঘমেয়াদী ভাল থাকতে হলে পারস্পরিক বোঝাপড়াটাকে মজবুত করা, নিজেদের দায়িত্বের জায়গাটা বুঝে নেয়া,কিছু মানসিকতার পরিবর্তন করা এক্ষেত্রে একেবারেই আবশ্যকীয় হয়ে পড়ে। লাইফস্প্রিং এর অভিজ্ঞ দু'জন সাইকিয়াট্রিস্ট ডাঃ সাঈদুল আশরাফ এবং ডাঃ মুনমুন জাহান এই বিষয়গুলোর আলোকে এই ভিডিওটিতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছেন। ◼️ অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুন আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেকশনেঃ ০৯৬৩৮ ৫০৫ ৫০৫ | প্রতিদিন সকাল ৯টা - রাত ৯টা আমাদের সামাজিক মিডিয়াগুলোর সাথে আপনি সংযুক্ত হতে পারেন- Facebook: https: https://www.facebook.com/lifespringinstitute/ Instagram: https://www.instagram.com/lifespringinstitute/ YouTube: https://www.youtube.com/c/LifeSpringLimited LinkedIn: https://www.linkedin.com/company/lifespring/ Website: https://www.lifespringint.com/ রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।