MENU

Fun & Interesting

পর্নোগ্রাফি হস্তমৈথুন: সংকট এবং সমাধান! | Dr. Shamsul Arefin Shakti | Full video

Islam Zone 172,377 2 years ago
Video Not Working? Fix It Now

মানুষকে সুস্থ চিন্তাভাবনা থেকে সরিয়ে অসুস্থ ও বিকৃত চিন্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে; আর এই বিকৃত চিন্তার ইমপ্লিমেন্ট করানো হচ্ছে পর্ণের মাধ্যমে। মূলত পর্নোগ্রাফির আড়ালে রয়েছে ভয়ংকর সব চক্রান্ত। এটি মানুষকে গোলাম বানানোর একটি হাতিয়ার। এছাড়া পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলা ২টি সর্বগ্রাসী পাপ! যে সত্য সকলেই জানে কিন্তু কেউই তা সঠিকভাবে অনুধাবন করতে পারছে না! চলুন আমরাই সেই উপলব্ধির সূচনা করি, আজই একটি একটি ইট বসিয়ে গড়ে তুলি বিশুদ্ধতার মহাপ্রাচীর। আজ থেকেই নতুন করে শুরু করি চিন্তাভাবনা। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে এগিয়ে চলি, অশ্লীলতাকে সাফ করে দেই এই পৃথিবী থেকে।

Comment