MENU

Fun & Interesting

বাংলাভাষার স্বরূপ সন্ধানে | Dr. Shamsul Arefin Shakti | Jakaria Masud

Islam Zone 53,098 2 years ago
Video Not Working? Fix It Now

আমরা যে ভাষায় কথা বলি, কোন প্রকার আলাদা কোর্স করা ছাড়াই যে ভাষা আমাদের অস্তিত্বে মিশে আছে সেটাই আমাদের মাতৃভাষা। অর্থাৎ, যে ভাষা আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে বড় হয়েছি এবং সাধারণত সে ভাষাতে কথা বলি। কিন্তু কোন এক সময় থেকে আমাদের মাতৃভাষাকে অন্য ভাষা দ্বারা রূপান্তরিত করার একটা প্রক্রিয়া চলে আসছে, আদতে যে ভাষাকে আমরা কখনোই সাধারণভাবে গ্রহণ করে নেই নি। অথচ সেটা আজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর নামে, বাস্তবে সেই স্ট্রাকচারটি খোদ অস্তিত্ব সংকটে আছে। এটিকে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ ও যৌক্তিকভাবে চিন্তা করলে যা উঠে আসে তা নিয়ে আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে, চলুন বাংলা ভাষার স্বরূপ সন্ধানে একটা এডভ্যাঞ্চার হয়ে যাক!

Comment