MENU

Fun & Interesting

রমজানের নবম দিনের দোয়া | Dua For Nineth Day of Ramadan By Alaa Aqel

Quran Sikhun 334 12 hours ago
Video Not Working? Fix It Now

রমজানের নবম দিনের দোয়া | Dua For Nineth Day of Ramadan By Alaa Aqel রমজান মাস ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস之一। এই মাসে রোজা রাখা, ইবাদত করা এবং দোয়া করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা হয়। রমজানের প্রথম দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো মাসের আধ্যাত্মিক যাত্রার সূচনা করে। এই দিনে একটি বিশেষ দোয়া পড়ে মাসের শুরুতে আল্লাহর কাছে সাহায্য ও মাগফিরাত কামনা করা যায়। **রমজান মাসের নবম দিনের দোয়া: اَللَّهُمَّ اجْعَلْ لِي فِيهِ نَصِيباً مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ، وَاهْدِنِي فِيهِ لِبَرَاهِينِكَ السَّاطِعَةِ، وَخُذْ بِنَاصِيَتِي إِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ، بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتَاقِينَ. উচ্চারণ: Allahumma aj‘al lī fīhi naṣīban min raḥmatikal-wāsi‘ah, wahdinī fīhi libarāhīnika as-sāṭi‘ah, wakhudh bināṣiyatī ilā marḍātikal-jāmi‘ah, bimaḥabbatika yā amala al-mushtāqīn. বাংলা অর্থ: হে আল্লাহ! তুমি এ দিনে আমাকে তোমার বিশাল রহমতের অংশীদার করো, আমাকে তোমার সুস্পষ্ট দলিলসমূহের দিকে পরিচালিত করো এবং আমাকে তোমার পরিপূর্ণ সন্তুষ্টির দিকে নিয়ে যাও। হে আকাঙ্ক্ষিত মহব্বতের মালিক, তোমার ভালোবাসার উসিলায় আমার প্রার্থনাগুলো কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রমজানে বেশি বেশি ইবাদত করার তাওফিক দান করুন। আমীন। রমজানের প্রতিটি দিনই বিশেষ গুরুত্বপূর্ণ, এবং এ মাসে বেশি বেশি দোয়া ও ইবাদত করা অত্যন্ত ফজিলতপূর্ণ। *আমল করার জন্য অনুরোধ:* এই দোয়াটি রমজানের প্রথম দিনে পড়ুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। আমিন। **#রমজান #দোয়া #রমজানেরপ্রথমদিন #আধ্যাত্মিকতা #ইবাদত আমি

Comment