ক্রিমিনাল বা ফৌজদারি মামলায় যারা জড়িয়ে পড়েছেন কিংবা আদালতে যাদের যাওয়া-আসা আছে তারা সকলেই শুনেছেন সিআর, জিআর এবং নন-জিআর মামলা সম্পর্কে কমবেশি। কিন্তু এই সকল মামলাগুলোর মানে কি কিংবা কোনটি কোন প্রকারের মামলা- সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অধিকাংশেরই। আবার এই মামলাগুলো কিংবা মামলার এই শ্রেণিবিভাগ সম্পর্কে আইন-শিক্ষার্থী কিংবা শিক্ষানবিশ আইনজীবীদেরও ধারণা বিস্তারিত নয়। এই কারণে আমরা এই এপিসোডে আলোচনা করেছি বহুল চর্চিত এই তিন প্রকারের মামলা তথা সিআর, জিআর আর নন-জিআর মামলা সম্পর্কে। আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আইন-শিক্ষার্থী কিংবা জনসাধারণ সকলেই লাভ করবেন একটা স্পষ্ট ধারণা।
এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া আহসান, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
ফৌজদারি কার্যবিধি: সিআর, জিআর এবং নন-জিআর মামলা সম্পর্কে আরো আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্সক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd
#CRcase #GRcase #NonGRcase
#ComplaintRegisterCase #GeneralRegisterCase #NonFIRCase #LAWTUBEBD