MENU

Fun & Interesting

(E. 39) আমলযোগ্য ও অ-আমলযোগ্য অপরাধ | Cognizable & Non-cognizable Offence | CrPC

LawTubeBD 17,105 2 years ago
Video Not Working? Fix It Now

ফৌজদারি মামলা দায়ের, তদন্ত ও বিচারের ক্ষেত্রে একটি অপরাধ আমলযোগ্য নাকি অ—আমলযোগ্য — এটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, কেননা এর উপরই নির্ভর করে কোন অপরাধের মামলা কোথায় দায়ের করা হবে কিংবা কোন অপরাধের তদন্ত কীভাবে করা হবে কিংবা কোন মামলার বিচার হবে কোথায় এবং কীভাবে। সঙ্গত কারণেই অ্যাডভোকেট কিংবা পুলিশকে এই বিষয়টি জানতে হয় আবশ্যিকভাবে। কিন্তু ইদানিংকালে মামলা—মোকদ্দমার হার যেভাবে বেড়েছে তাতে কে কখন মামলায় সম্পৃক্ত হয়ে পড়েন তার কোনো ঠিক—ঠিকানা নেই। ফলত কমবেশ সকলেরই জানা থাকা উচিত অপরাধের এই দুই শ্রেণিবিভাগ সম্পর্কে। আর এই বিষয়টি উপলব্ধি করেই আমরা এই এপিসোডটি নির্মাণ করেছি। আমরা আশা করি এপিসোডটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা এই বিষয়ে একটা স্পষ্ট ধারনা লাভ করবেন। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন সাদিয়া আহসান, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান। আইন সম্পর্কে নানা রকম আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্স‌ক্রাইব করুন 👇👇 https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1 আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd #LawTubeBD #CognizableOffence #NonCognizableOffence #CodeOfCriminalProcedure

Comment