চাকুরি কিংবা বেড়ানো কিংবা চিকিৎসা ইত্যাদি নানা কারণে অনেকেই এখন বিদেশে আসা-যাওয়া করছেন প্রতিনিয়ত; আর দেশে আসার সময় ব্যাগ ভর্তি করে সঙ্গে করে নিয়ে আসেন নিত্যপ্রয়োজনীয় ও ব্যবহার্য স্বর্ণালংকার, কাপড়-চোপড়, প্রসাধনী, ইলেট্রনিক সামগ্রী, খাদ্যদ্রব্য ইত্যাদি নানান রকমের পণ্য বা দ্রব্য। কিন্তু এয়ারপোর্ট কিংবা স্থলবন্দরে আসার পরপরই পড়তে হয় অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলায়।
প্রায়শই দেখা যায়, অসৎ উদ্দেশ্য না থাকার পরও, এমন অনেক যাত্রী রয়েছেন যারা বিদেশে থেকে আসার সময় অতিরিক্ত ওজনের জিনিস বা দ্রব্য নিয়ে এসে কিংবা নিষিদ্ধ কোনো জিনিস বা দ্রব্য নিয়ে এসে সম্পৃক্ত হয়েছেন বা হচ্ছেন ফৌজদারি মামলায়, এমনকি কাউকে কাউকে যেতে হচ্ছে জেলেও। এই ভোগান্তির কারণ কিন্তু একটাই- সংশ্লিষ্ট আইন বা বিধান সম্পর্কে না জানা। আপনাদের এই ভোগান্তি থেকে মুক্তি দিতেই আমরা এই এপিসোডে আলোচনা করেছি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অর্থাৎ বিদেশ থেকে দেশে আসার সময় শুল্ক বা কর দেওয়া ছাড়া কিংবা শুল্ক বা কর পরিশোধ করে কি কি জিনিস সঙ্গে করে নিয়ে আসা যায় এবং কত পরিমাণে আনা যায়?- সে সম্পর্কে।
এপিসোডটিতে আমরা এই সংক্রান্ত বিধান তথা “যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬” আইনটির বিস্তারিত উল্লেখ করেছি, যার ফলে আপনারা বিদেশ থেকে দেশে আসার সময় শুল্ক বা কর দেওয়া ছাড়া কি কি জিনিস বা দ্রব্য কত পরিমাণে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন- সে সম্পর্কে যেমন একটা স্পষ্ট ধারণা লাভ করবেন, তেমনি শুল্ক বা কর পরিশোধ করে কি কি জিনিস বা দ্রব্য কত পরিমাণে আনতে পারবেন- সে সম্পর্কেও পাবেন একটা পরিস্কার ধারণা। পাশাপাশি এই বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে- সে সম্পর্কেও অবগত হবেন আপনারা। আমরা আশা করি, যারা বিদেশে যাওয়া-আসা করেন প্রতিনিয়ত, তাদের জন্য এপিসোডটি হবে খুবই গুরুত্বপূর্ণ।
এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
উপস্থাপন করেছেন সাজ্জাদ হায়দার,
পাঠ করেছেন ব্যারিস্টার রিমি নাহ্রিন
এবং
নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
আইন সম্পর্কে নানান রকম আপডেট পেতে
ল'টিউব বিডির চ্যানেলটি সাব্সক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd
#BaggageRules #LawTubeBD #BaggageRulesBangladesh #BringingItemsFromAbroad #CustomsDuty #TravelTips #CustomsRegulations #InternationalTravel #BangladeshAirport #LuggageRestrictions #ImportedGoods #TravelEssentials #CustomsDeclaration #DutyFreeItems