MENU

Fun & Interesting

হৃদয় ছোঁয়া কান্না গজল | Ektu Darao Mayre Dekhi | Iqbal Mahmud Kalarab | i FiLM

iFiLM 5,900,699 1 year ago
Video Not Working? Fix It Now

Ektu Darao Mayre Dekhi | হৃদয় ছোঁয়া কান্না গজল | একটু দাঁড়াও মায়রে দেখি | New Song 2024 | iqbal mahmud kalarab | iFILM Song. Ektu Darao Mayre Dekhi Covar Singer. Iqbal Mahmud Lyric & Tune. Abul Kalam Azad Sound Desing. Wali Ullah Production. i FILM একটু দাঁড়াও মায়রে দেখি ও গ্রাম বাসি একটু দাঁড়াও মায়রে দেখি (২) সাদা কাপড় পড়াইয়া, খাটে মায়রে শুয়াইয়া (২) মায়রে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি ছেলে যদি কোথায় মায়ের মন কাঁদিতে রয় কখন আসবে খুকা ফিরিয়া (২) কে ডাকবে আর খোকা বলে মা যদি যায় গো চলে (২) না খাইলে কেউ বলবেনা খাইছস নিরে খুকা মনি একটু দাঁড়াও মায়রে দেখি কত নিশী রাতে আইসা দেখছি বাড়িতে দুখিনী মায় রইছে বসিয়া (২) হায়রে শীতের রাতরে মা রইছে মোর বসে (২) এমন মায়রে ভুইলা কেমনে থাকিরে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি ।

Comment