পিলখানা হত্যা*কাণ্ডের আসল রহস্য | বিডিআর বিদ্রোহ | elias hossain | elias hossain live
#eliashossain #বিডিআর_বিদ্রোহ #পিলখানা_হত্যাকাণ্ড
Video copy by- @EliasHossain
Main video link- https://youtu.be/L8kEtIZCXXY?si=rNOaX5EzTyVwbTyT
বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্তরক্ষী বাহিনী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে।
সম্প্রতি, এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ হত্যাযজ্ঞের সঙ্গে
contract me--
email- [email protected]
insta : the__atik
সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি গুরুত্বসহকারে দেখার জন্য।।