MENU

Fun & Interesting

English Sentence Structure | ইংরেজিতে শত শত বাক্য তৈরির ১০ টি স্ট্রাকচার | 10 Best Structures Rules

English Pro Mahbub 7,101 1 month ago
Video Not Working? Fix It Now

English Sentence Structure | ইংরেজিতে শত শত বাক্য তৈরির ১০ টি স্ট্রাকচার | 10 Best Structures Rules| স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় এইরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি স্ট্রাকচার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই প্রত্যেকটি স্ট্রাকচার ভালো করে শিখবেন এবং বেশি বেশি বাক্য তৈরি করার চর্চা করুন। সবচেয়ে ভালো হয় এই ভিডিওটি কারো সাথে শেয়ার করে তার সাথে চর্চা করুন। নিচে দশটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের স্ট্রাকচার এবং প্রত্যেকটির জন্য ৪ টি উদাহরণ দেওয়া হলো: 1. I will/won’t let – ‘কাউকে কিছু করতে দেওয়া/না দেওয়া’ I will/won’t let Structure: Sub + will/won’t let + person + verb + ext. Examples: 1. আমি তোমাকে বইটি পড়তে দেবো। I will let you read the book. 2. আমি তোমাকে দৌড়াতে দেবো না। I won’t let you run. 3. সে আমাকে কাজে যেতে দেবে না। He won’t let me go to work. 4. তারা আমাদের পার্কে খেলতে দেবে। They will let us play in the park. Mom won’t let me come home late. 2. I am used to – ‘আমি অভ্যস্ত’ Structure: Sub + am/is/are + used to + verb+ing/noun. Examples: 1. আমি সকালে উঠতে অভ্যস্ত। I am used to waking up early. 2. সে কোলাহলে অভ্যস্ত। He is used to the noise. 3. তুমি রাত জাগতে অভ্যস্ত নও। You are not used to staying up late. তুমি রাত জাগতে অভ্যস্ত নও। 4. আমরা এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছি। We have become used to this environment. 3. I feel like – ‘আমার মনে হচ্ছে/ইচ্ছা হচ্ছে’ Structure: Sub + feel like + verb+ing/noun. Examples: 1. আমার ঘুমানোর ইচ্ছা করছে। I feel like sleeping. 2. তার বাইরে যাওয়ার ইচ্ছা করছে না। He doesn’t feel like going out. 3. আমাদের এখন এক কাপ চা খেতে ইচ্ছা করছে। We feel like having a cup of tea now. 4. আমি আজ কাজ করতে ইচ্ছুক নই। I don’t feel like working today. 4. I am going to – ‘আমি করতে যাচ্ছি’ Structure: Sub + am/is/are + going to + verb. Examples: 1. আমি বাজারে যেতে যাচ্ছি। I am going to the market. 2. সে আগামীকাল অফিসে যাবে। He is going to the office tomorrow. 3. তারা আমাদের সাথে দেখা করতে আসছে। They are going to meet us. 4. আমরা খেলা দেখতে যাচ্ছি। We are going to watch the match. Structure: Sub + have/has to + verb. Examples: 1. আমাকে কাজ শেষ করতে হবে। I have to finish the work. 2. তোমাকে সময়মতো পৌঁছাতে হবে। You have to reach on time. 3. তাকে অফিসে যেতে হবে। He has to go to the office. 4. আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। We have to work hard. 6. I want to – ‘আমি করতে চাই’ Structure: Sub + want to + verb. Examples: 1. আমি ইংরেজি শিখতে চাই। I want to learn English. 2. সে গাড়ি চালাতে চায়। He wants to drive a car. 3. আমরা সিনেমা দেখতে চাই। We want to watch a movie. 4. তুমি কি আমার সাথে খেলতে চাও? Do you want to play with me. 7. Let me – ‘আমাকে করতে দাও’ Structure: Let me + verb. Examples: 1. আমাকে বলার সুযোগ দাও। Let me speak. 2. আমাকে সাহায্য করতে দাও। Let me help. 3. আমাকে সমস্যা সমাধান করতে দাও। Let me solve the problem. 4. আমাকে প্রবেশ করতে দাও। Let me enter. 5. আমাকে তোমার সাথে দেখা করতে দাও। Let me meet you. 6. আমাকে এটা চেষ্টা করতে দাও। Let me try this. 8. I need to – ‘আমার দরকার’ Structure: Sub + need to + verb. Examples: 1. আমাকে বিশ্রাম নিতে হবে। I need to take rest. 2. তোমাকে চিকিৎসকের কাছে যেতে হবে। You need to see a doctor. 3. আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। We need to work harder. 4. আমাকে আমার ফোন চার্জ দিতে হবে। I need to charge my phone. 5. তাকে ভালো অভ্যাস তৈরি করতে হবে। He needs to develop good habits. 6. আমাকে এখন চলে যেতে হবে। I need to leave now. 9. How about – ‘কেমন হয় যদি’ Structure: How about + verb+ing/noun. Examples: 1. কেমন হয় যদি আমরা সিনেমা দেখি? How about watching a movie? 2. কেমন হয় যদি আমরা বাইরে যাই? How about going outside? 3. কেমন হয় যদি আমরা কফি খাই? How about having some coffee? 4. কেমন হয় যদি আমরা আজ কাজ করি? How about working today? 5. কেমন হয় যদি আমরা খেলা দেখি? How about watching the game? 6. কেমন হয় যদি আমরা রাতের খাবার রান্না করি? How about cooking dinner? 10. I would rather – ‘আমি বরং’ Structure: I would rather + verb. Examples: 1. আমি বরং বাড়িতে থাকব। I would rather stay home. 2. সে বরং ঘুমাবে। He would rather sleep. 3. আমরা বরং হাঁটতে যাব। We would rather go for a walk. 4. আমি বরং এক কাপ চা খাব। I would rather have a cup of tea. 5. তারা বরং বিশ্রাম নেবে। They would rather take rest. 6. তুমি বরং গান শুনবে? Would you rather listen to music? এগুলো নিয়মিত অনুশীলন করলে ইংরেজি স্পোকেন দক্ষতা দ্রুত বাড়বে! #SpokenEnglish #LearnEnglish #EnglishSpeaking #DailyEnglish #EnglishProMahbub #spokenenglish #newenglish #english_pro_mahbub

Comment