আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন অথচ সোভিয়েত ইউনিয়নের নাম শোনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আয়তনে সুবিশাল এবং সবচেয়ে বড় সমাজতান্ত্রিক এই দেশটি একসময় পৃথিবীর অন্যতম পরাশক্তি ছিল। সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের বদৌলতে গত শতাব্দীতে পৃথিবীবাসী দেখছে পারমাণবিক অস্ত্রের বিকাশ এবং চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধ। কিন্তু, কিভাবে ভেঙে গেছিল তৎকালীন বিশ্বের অন্যতম এই পরাশক্তি? কিভাবেই বা পতন হয়েছিল সমাজতন্ত্রের ঝান্ডাধারি অমিতশক্তির এই দেশটির?
আদ্যোপান্ত'র আজকের পর্বে জানবেন সোভিয়েত ইউনিয়নের পতন এর পেছনের কারণগুলো সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]