কেন এই ভিডিওর সম্পূর্ণ ইনকাম FOOD Delivery Man ভাই কে উপহার দিচ্ছি? | My Youtube Facebook Earning 💵
কেন এই ভিডিওর সম্পূর্ণ ইনকাম FOOD Delivery Man ভাই কে উপহার দিচ্ছি? | My Youtube Facebook Earning💵
#saudiarabia #bangladesh #probashi_news
এই ভিডিওতে একজন রাহাত হাজারো প্রবাসীর উদাহরণ তাই পরিবার থেকে এই মানুষদের উপর চাপ দিবেন না প্লিজ।
মরুভূমি্র দেশ SAUDI তে তাপমাত্রার ব্যাপক বৈচিত্র্য রয়েছে। সেখানে দিনের বেলায় যেমন প্রচণ্ড গরম থাকে তেমনি রাতে নেমে আসে কিছুটা ঠাণ্ডা। কারণ মরুভূমিতে বায়ুমণ্ডল থাকে খুব শুষ্ক। এই শুষ্ক স্বচ্ছ বায়ু তাপ বিকিরণের জন্য খুবই উপযোগী। দিনের বেলায় শুষ্ক বায়ুর মধ্য দিয়ে সূর্যের বিকীর্ণ তাপ সহজেই ভূপৃষ্ঠে পৌঁছে এবং ভূমি ও পরিপার্শ্বকে উত্তপ্ত করে তোলে। বালির তাপ ধারণ ক্ষমতা উচ্চ হওয়ায় বালিময় মরুভূমি সহজেই উত্তপ্ত হয়ে ওঠে। উষ্ণ মরুভূমিতে দিনের বেলায় ৪৫° সেলসিয়াসেরও (১১৩° ফারেনহাইট) বেশি তাপমাত্রা অতিক্রম করতে পারে। তাই দিনটা হয় ভীষণ গরম। অপরদিকের সূর্যাস্তের পর উচ্চ তাপ ধারণক্ষমতার বালি তাপ বর্জনও করতে থাকে দ্রুত। ফলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ সহজেই স্বচ্ছ বায়ুর মধ্য দিয়ে মহাশূন্যে মিলিয়ে যায়। ফলে রাতে কিছুটা ঠান্ডা হয়।
#saudiarabia #saudinewsinurdu #saudiarabianews #ksa #makkah #madina #poodpanda #rafsan the chotobhai #delivery #deliveryboy