@মিরপুরের বিখ্যাত আবেশ হোটেলের নতুন শাখা বনশ্রী! এই শাখায় হরেক রকমের খাবারের আইটেম আছে বিশেষ করে কাবা বাইটেম সামুদ্রিক মাছ ও হানডি গোস্ত সহ আরো অনেক আইটেম। নতুন এই শাখায় প্রচুর পরিমাণে ভিড় জমে যায় বিকাল থেকে। এর মান নিয়ে ক্রেতারা কি বলে জানতে পারবেন এই ভিডিওতে।।