মাত্র ৫০০ টাকায় Gazipur Safari Park ভ্রমণ। গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ গাইড ২০২৪
মাত্র ৫০০ টাকায় Gazipur Safari Park ঘুরে আসুন | একদিন এর ভ্রমণ গাইড।mahadi bhai
বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে যাবেন -
ঢাকা থেকে কিংবা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি বাঘের বাজার বা ভবানিপুর বাজার চলে আসবেন।
ওখান থেকে রিকশা বা অটোরিকশা যাবেন সাফারি পার্কে। ভারা পরবে ২০ থেকে ৩০ টাকার মধ্যে।
প্রবেশ ফি
১. প্রাপ্ত বয়স্ক : ৫০/-
২. অপ্রাপ্ত বয়স্ক( ১২ বছরের নিচে) :২০/-
৩.ছাত্র/ছাত্রীদের জন্য ( ষ্টুডেন্ট কার্ড বাধ্যতামূলক) : ১০/-
৪. শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগত শিক্ষার্থী গ্র“প (৪০-১০০ জন) :৪০০/-
গাড়ী পার্কিং ফি
(ক)বাস/কোচ/ট্রাক/ প্রতিটি :২০০/-
(খ)মিনিবাস/মাইক্রোবাস প্রতিটি :১০০/- -
(গ) কার/জীপ/ প্রতিটি :৬০/-
বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনের সময় -
মঙ্গলবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।পুরোটা ঘুরে দেখতে চাইলে খুব সকাল সকাল চলে যেতে হবে ।
যোগাযোগ:
বন্য প্রানী ও প্রক্তি সংরক্ষক অঞ্চল
বন ভবন, আগারগাও, ঢাকা
মোবাইল নাম্বার :01727-329816
Music Link................
Music from #Uppbeat (free for Creators!):
https://uppbeat.io/t/ilya-kuznetsov/serenity
License code: PY0HVFTX6ISIYF1M
uppbeat.io
gazipur safari park,safari park,gazipur park,safari park bangladesh,bangla vlog,safari park gazipur bangladesh,gazipur bangladesh,bangabandhu safari park,bongo bondo safari park,bangabandhu safari park . The Largest Safari In ASIA 🇧🇩.gazipur,,Safari park; gazipur park; Safari park bangladesh; bangabandhu safari park; THE LARGEST SAFARI PARK IN ASIA.
সাফারি পার্ক; গাজিপুর সাফারি.
গাজীপুর সাফারি পার্ক কমপ্লিট ভ্রমন গাইডলাইন,এশিয়ার সবথেকে বড় সাফারি পার্ক,এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বাংলাদেশে,সাফারি পার্ক,গাজিপুর সাফারি,
২০২৪ সালে গাজীপুর সাফারী পার্কে সম্পুর্ন ভ্রমন গাইডলাইন,bangabandhu safari park,বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখতে কেমন,গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একদিনে ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে,গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক,গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একদিনে ঘুরে আসুন,সাফারি পার্ক গাজীপুর ভ্রমণ,বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর ভ্রমণ গাইড
#viral #travel #mahadibhai
#gazipur #gazipursafaripark
#safari #safari_park
#fyp
#গাজীপুর #সাফারি #পার্ক
#সাফারি-পার্ক