MENU

Fun & Interesting

GhorGari - Highway Live at #ESPEKTRO 2024 #kgec @HIGHWAYBD

Abhishek Adhikari 57,718 10 months ago
Video Not Working? Fix It Now

চাঁদনী রাইতে নদীর ওপারে আকাশ থেইকা নামলো পরী আমার চোখে চলে ঘোরগাড়ি আমি হাবলায়, নদীর এপারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মত ডাকে আমারে দেখাও কত রঙিল ছবি ছবির আশায় হারাইলাম সবই দয়াল বানাও কত মায়ার ছবি ছবির নেশায় ছাড়লাম সবই আসার কালে ছিলাম ঘুমে কিবা আলো আঁধার ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল কইরা ছবির শিকার বুঝলাম দয়াল তোমার রীতি ছবিরও খেলায় বুইঝা আবার যাই হারাইয়া রঙিন ছবির মেলায় ঘুম ভাঙিয়া আবার ঘুমাই দেখাযায় ছবি নেশা কি লাগাইলা ছবিতে দয়াল কি মায়ার ছবি দেখাও কত রঙিন ছবি ছবির আশায় হারাইলাম সবই দয়াল বানাও কত মায়ার ছবি ছবির নেশায় ছাড়লাম সবই আমি হাবলায়, নদীর এপারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মত ডাকে আমারে ───────────────────────────── Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.” I don't own the music in this video.Please contact the artist/label if you want to use it. This is just for entertainment purpose.If you need a song removed from my channel, please contact me.

Comment