#complaint #motivational #inspirational #jiboner_paridhi
কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি কোনভাবেই সন্তুষ্ট করতে পারবেন না। তারা কোন কিছুতেই সন্তুষ্ট হন না। সবকিছুতেই তারা অভিযোগ করতে থাকেন। অভিযোগ ছাড়া তারা আর কিছুই জানেন না। অভিযোগ করতে গিয়ে তারা জীবনের অমূল্য সময়টুকু নষ্ট করে ফেলেন। আজকের গল্পটি ঠিক এই ধরনের মানুষদের জন্য। অভিযোগ বন্ধ করে দেখুন জীবন কত সুন্দর। আর কিভাবে এই অভিযোগ করা বন্ধ করতে পারবেন তা জানতে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন।
কন্ঠে : মিতালী বিশ্বাস ধর