MENU

Fun & Interesting

ঘরে ব্যান্ডের গ্রিজ || Grease Oil Business Idea || তৈরী করে মাসে লাখ টাকা আয় || KB idea ||

KB idea 19,540 5 years ago
Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম,,,,, " KB idea " চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ঘরে ব্যান্ডের গ্রিজ তৈরী করে মাসে লাখ টাকা আয় করতে পারেন। (Grease Oil Business Idea) আমি ভিডিও তৈরী করার আগে ব্যবসায়িকদের সাথে কিছু আলোচনা করে এবং কিছু আইডিয়া নিয়ে তারপর আপনাদের জন্য ভিডিও তৈরী করে থাকি। ১ কেজী গ্রিজ তৈরী করার ফর্মুলা ==================== ১/ মিনারেল অয়েল - ১০০ গ্রাম ২/ ক্যাস্টর অয়েল - ৩০০ গ্রাম ৩/ রোজিন - ১৫০ গ্রাম ৪/ প্যারাফিন - ১৫০ গ্রাম ৫/ পেট্রোলিয়াম জেলি - ৩০০ গ্রাম ৬/ মলিবেডনাম ডিসালফাইড - ৫০ গ্রাম এই ৬ টি উপকরণ একটি পাত্রে নিয়ে চুলায় বসিয়ে গরম করে মিক্স করে নিবেন। যখন মিক্স হয়ে লিকুইড আকার ধারণ করবে তখন চুলা বন্ধ করে পাত্রটি চুলা থেকে নামিয়ে নিবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিকের কন্টিনারে নিয়ে ফেলুন। তখন দেখবেন কি সুন্দর ভালো ব্যান্ডের গ্রিজ তৈরী হয়ে গেল। Subscribe My Channel https://www.youtube.com/channel/UC8m_4mS7uKneeSHw5Y1FcHA ================================================================================================================================================================ * বিশেষ বিজ্ঞপ্তি * আমাদের উদ্দেশ্য আপনাদেরকে নতুন নতুন ব্যবসার আইডিয়া দেওয়া। ভিডিওতে দেখানো কাঁচামাল বা মেশিন নিজ দায়িত্বে কিনবেন। মনে রাখবেন কোন পণ্য বিক্রেতার সাথে ''KB idea '' চ্যানেলের কোন সম্পর্ক নেই। '' KB idea '' চ্যানেল কোন কাঁচামাল বা মেশিন বিক্রি করে না। মেশিন বা কাঁচামাল কেনার জন্য সরাসরি বিক্রেতার সাথে কথা বলুন এবং মেশিন দেখে কিনুন। কাঁচামাল বা মেশিন ক্রয় করতে গিয়ে কোন প্রতারণার শিকার হলে। '' KB idea '' চ্যানেল দায়ী থাকবে না। ভিডিওর কমেন্ট - এ আপনাদের মোবাইল নাম্বার দিবেন না। এতে কিছু অসাধু মানুষ আপনাদের ক্ষতি করতে পারে। সবাইকে ধন্যবাদ। #KB_idea #Grease_Oil_Business_Idea

Comment