গ্রীনিচের মুলমধ্য রেখা🌎 পৃথিবীর অষ্টম আশ্চর্য- টেমস এর সুড়ঙ্গ। London Travel| Bengali Vlog In London
"মূল মধ্যরেখা" বা দ্রাঘিমারেখা। সেই যে, ছোটবেলায় স্কুলের ভূগোল বইয়ে পড়েছিলাম।গোলাকার পৃথিবীর পূর্ব-পশ্চিমে এর কোনো সীমানা নেই, তাই ভূ অর্থাৎ পৃথিবীর মাঝখান দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি রেখা কল্পনা করা হয়েছে। এই কল্পিত রেখাই হলো নাম মূলমধ্যরেখা বা প্রধান দ্রাঘিমারেখা।
এই মূলমধ্যরেখাটা ইংল্যান্ডের লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিনে কল্পনা করা হয়েছে।
0° দ্রাঘিমারেখা বা মূলমধ্যরেখার স্থানীয় সময় (Greenwich Mean Time- GMT ) কেই সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়, এবং রেখার পূর্বের দেশগুলো সময়ে এগিয়ে থাকে আর পশ্চিমের দেশগুলো পিছিয়ে থাকে। সেই অনুযায়ী লন্ডনে দুপুর বারোটা ১২ টা হয়ে যায়, ভারতে বিকেল ৫:৩০ আর বাংলাদেশে বিকেল ৬ টা।
#londontravelvlog #londonbanglavlog
#londonlife #ukindians #bengalivlog #bengalitravelvlog #bengalivlogger #livelifebongsize #bangla #indiansinuk #bengalivlogger #kolkata #kolkatavlogger