MENU

Fun & Interesting

৩০০০ বছরের প্রাচীন রহস্যময়ী বীরভূমের মা গুহ্যকালী|| অকালিপুরের গুহ্যকালী||Guhya Kali Temple|Birbhum

PANTHOJON KOTHA 445 2 weeks ago
Video Not Working? Fix It Now

হাজার বছরের প্রাচীন এই গুহ্য কালী। কালী মূর্তিটি মহাভারতের সময়কার প্রবল পরাক্রমশালী মগধের রাজা জরাসন্ধ পূজা করতেন। তারপর রানী অহল্যা বাঈ ও কাশির রাজা চৈত সিং হয়ে, লড ওয়ারেন হেস্টিংস এর হাত থেকে এই বিগ্ৰহটিকে বাঁচাতে কীভাবে তা চলে আসে বীরভূমের ভদ্রপুরের মহারাজা নন্দকুমার এর কাছে, সেই সম্পূর্ণ ইতিহাস জানতে ভিডিওটি অবশ্যই দেখুন। পথনির্দেশ - প্রত্যহ হাওড়া থেকে সকাল ৬:০৫ এ মা তারা এক্সপ্রেস 10:35​ নাগাদ গিয়ে পৌঁছায় নলহাটি স্টেশনে। স্টেশন থেকে কিছুটা হেঁটে পৌঁছাতে হবে বাসস্ট্যান্ডে। এরপর বাসে চেপে চলে যান আকালিপুর গ্রামে। সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন একেবারে মন্দিরের সামনে।

Comment