MENU

Fun & Interesting

Haatey Makha Maachh #lostandrarerecipes #fish #fishrecipe #fishcurry #bengalifishrecipes #easyrecipe

Lost and Rare Recipes 45,262 10 months ago
Video Not Working? Fix It Now

॥হাতে মাখা মাছ॥ Ingredients: 4 Fish steaks Onion paste 5-6 tablespoons 1.5 teaspoons of ginger paste 2 tomatoes, finely chopped 1 teaspoon of turmeric powder 1 teaspoon of red chilli powder 1 teaspoon of kashmiri red chilli powder Salt to taste Slit green chillies as per taste Sugar Mustard oil Coriander leaves বড় অদ্ভুত মজার এ রান্না। কারণ একদিকে এ বড় সহজ রান্না। যাঁরা রান্না করতে শুরু করছেন সবে, এটি করে দেখতে পারেন। শুধু মেখে বসান, আর পেয়ে যাবেন এক দুর্দান্ত পদ। অপরদিকে এ এক অপূর্ব মুন্সিয়ানার রান্নাও বটে। পাকা রাঁধুনি যদি এ রান্না করেন, তা এমনই স্বাদে গন্ধে পরিপূর্ণ হবে, পরিবারের প্রত্যেকটি মানুষ খাবেন পরম তৃপ্তির সাথে। একটিবার করুন এ রান্নাটি। পলকে ফিরে যাবেন মা ঠাকুমার রান্নার স্মৃতিতে।

Comment