To Visit Our Channel:
https://www.youtube.com/@HATSANIBD
#RichestCountries
#World_Richest_Countries
#Luxemburg
#Ireland
#Switzerland
#Norway
#United_States
#Qatar
#Singapore
#United_Arab_Emirates
#Denmark
#IceLand
#hatsanibd
#Rich_Country
#Europe
#European_Rich_Country
#Highest_Income_Countries
#Highest_Salary_Countries
#trending
**********************************
পৃথিবীজুড়ে অসংখ্য দেশ। একেক দেশ আকার-আয়তন ও জনসংখ্যার দিক থেকে একেক রকম। যেমন ভারত, চীন, আমেরিকা, কানাডা বা রাশিয়ার কথা যদি বলি, তাহলে এসব দেশ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলোর তালিকায় প্রথমসারিতে থাকে। আমেরিকা, চীন, ভারত, জাপান ও জার্মানি আবার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ৫ দেশ। অর্থাৎ এই দেশগুলোর জিডিপির আকার বিশ্বে সেরা।
কিন্তু বড় অর্থনীতির দেশ মানেই যে সবচেয়ে ধনী দেশ তা বলা যাবে না। যেমন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকারে সিঙ্গাপুর ও মালয়শিয়াকে পেছনে ফেলেছিল। তাই বলে কিন্তু বাংলাদেশ তাদের চেয়ে ধনী নয়। কারণ, বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে মাত্র ২ হাজার ৭৮৪ ডলার, সেখানে মালয়শিয়ায় মাথাপিছু আয় ৯ হাজার ডলারের বেশি আর সিঙ্গাপুরের মাথাপিছু আয় ৯১,৭৩৩ মার্কিন ডলার।
একটি দেশ ততটাই ধনী, যতটা সম্পদশালী সে দেশের মানুষ। তাদের জীবিকার উন্নত ব্যবস্থা, উচ্চ বেতন, জনগণের গড় ক্রয়ক্ষমতা, উন্নত বাসস্থান, স্বাস্থ্য সেবার উন্নত মান, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, সুরক্ষিত ভবিষ্যৎ ও শিক্ষাসহ যাবতীয় সূচকে এগিয়ে থাকা দেশগুলোই প্রকৃত অর্থে সবচেয়ে ধনী। জানলে অবাক হতে হয়, অনেক বড় দেশের চেয়ে ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলোই সবচেয়ে ধনী।
আমাদের এবারের প্রতিবেদনে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তথ্য তুলে ধরবো। এই তথ্যগুলো আমরা নিয়েছি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, Chat GPT, গ্লোবাল ফাইন্যান্সসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে।
*******************************************
Email: Mahmud.shawon2041@gmail.com