#iceland
#newzealand
#japan
#singapore
#ireland
#denmark
#austria
#canada
#switzerland
#hatsanibd
To Visit Our Channel:
https://www.youtube.com/@HATSANIBD
********************************************
পৃথিবীর অনেক দেশ আছে জ্ঞানে-বিজ্ঞানে অনেক উন্নত। সম্পদের দিক থেকে ভীষণ ধনী দেশও আছে অনেক। কিন্তু সব দেশ সমান নিরাপদ নয়। যেমন বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা কিন্তু নিরাপদ দেশের তালিকায় অনেক পিছিয়ে থাকে প্রতিবছরই। রাশিয়াও তাই।
যাহোক, গ্লোবাল পিচ ইনডেক্স বা GPI নামক একটি সংস্থা বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে জরিপ পরিচালনা করে নিরাপদ দেশের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ ১৫টি দেশের পরিচিতি তুলে ধরছি। উল্লেখ করার মতো বিষয় যে, এই ১৫ দেশের মধ্যে ১১টি দেশেরই অবস্থান ইউরোপ মহাদেশে। তার মানে ইউরোপের দেশগুলো এখনো শান্তি ও নিরাপত্তার দিক থেকে বিশ্বকে ডমিনেট করছে। এই ১৫ দেশের তালিকায় এশিয়ার মাত্র দুটি দেশ এবং কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।
**************************************
For Contact
Email: [email protected]