-আমরা শাশুড়ির ছেলেকে নিয়ে তাড়াতড়ি কলেজে চলে আয় আমার রাই বাঘিনী ননদীনি আমি অপেক্ষা করছি।-আমার মায়ের পুত্রবধূ তোমার ননদীনি অসুস্থ সে আজ কলেজে যাবে না।তুমি চাইলে বরের সাথে সাক্ষাৎ করতে আসতে পারো।-আপনি কে? পিয়াসা কই?-আমি তোমার শাশুড়ির ছেলে আর তোমার ননদী ঘুমিয়ে আছে।-প্রণয় ভাই.!!-জ্বি কলটা ফট করে কেটে দেয় ইশারা।তার বুক টা ধক ধক করে উঠেছে।আর কখন সে অন্যপাশের আওয়াজ না শুনে কাউকে কিছু বলবে না।কি সাংঘাতিক!! প্রণয় ভাই এর সামনে শেষ মেষ ইজ্জতের হালুয়া টাইট হতে হলো?কালকেই সে দু ঘা মারবে পিয়াসাকে, কে বলেছিল অসুস্থ হতে?
গল্প#অপেক্ষায়_প্রণয়ের_ইশারা
লেখিকা-সানজিদা আহমেদ শাহারা