আমি ডিভোর্স পেপারসে সাইন করে রাইহানকে চিরদিনের জন্য মুক্ত করে দিয়েছি।রাইহান হেসে হেসে হৃদিতার কথা শুনতে শুনতেই আমার দিকে তাকিয়ে বলে উঠলো,রাইহানঃতুমি এখনো আমার বাসায় দাঁড়িয়ে আছো?এখনি নিজের সবকিছু নেও নিয়ে বেরিয়ে যাও।আমিঃ...রাইহানঃকিহ হলো আমি কিছু বলেছি শুনতে পাওনি জান্নাত?"জান্নাত" ৭ বছরের পরিচয়ে প্রথম রাইহানের মুখ থেকে নিজের সম্পূর্ণ নাম শুনলাম.....
গল্প: স্বামী
লেখায়: পারভেজ ইসলাম