লাকী সুন্দরী ভদ্র একটা মেয়ে । তাকে বাড়ির বাহিরে বের হতে দিতোনা লাকীর মামী ।দুই বছরে মাত্র হাতে গোনা কয়েক বার ওই বাড়ি থেকে বেরিয়েছে ।কারণে অকারণে বাপ মা তুলে বিশ্রী ভাষায় গালি গালাজ করতো । লাকীর মাঝে মাঝে মনে হতো ওই বন্দী জেল থেকে মুক্তি পেতে। ওনাদের বিশ্রী ভাষা শোনা থেকে মুক্তি পেতে কিন্তু মুক্তি পেতো না।
লাকীর বয়সের সাথে সাথে রূপ সন্দর্য যেনো বেড়ে চলেছিল । লাকীর মামা লাকীকে কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে লাকীর সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিল কিন্তু সকল পাত্র পক্ষ লাকীর সম্পত্তি সহ লাকীকে বিয়ে করতে চেয়েছে ।
গল্প #লাকী
লেখায় #সানা_শেখ